নাটোরে উপদেষ্টা আসিফের স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করল বিএনপি

‘আমন্ত্রিত অতিথিদের কাউকে কোনো বাধা দেয়া হয়নি। দায়িত্ব পালনে আমরা পেশাদারিত্ব বজায় রেখেছি। তবে নিরাপত্তার স্বার্থে একসাথে সকল নেতাকে ভেতরে প্রবেশ না করার অনুরোধ করা হয়েছিল।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
উপদেষ্টা আসিফের স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে বিএনপি
উপদেষ্টা আসিফের স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে বিএনপি |নয়া দিগন্ত

নাটোরের সদর উপজেলায় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে প্রবেশে গোয়েন্দা (ডিবি) পুলিশের বাধার মুখে অনুষ্ঠান বর্জন করেছে জেলা বিএনপি।

শনিবার (১০ আগস্ট) সকালে শহরের প্রাণকেন্দ্র কানাইখালি মিনি স্টেডিয়ামে প্রবেশের সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে জেলা বিএনপির নেতারা অনুষ্ঠান ত্যাগ করেন।

বিএনপি সূত্রে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে জেলা বিএনপি নেতাদের চিঠি দিয়ে সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয়। সে অনুযায়ী জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী (বাবুল চৌধুরী), যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহীন, যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম আফতাব, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ডিউকসহ বিএনপি নেতারা কানাইখালি মিনি স্টেডিয়ামে যান। তারা স্টেডিয়ামের প্রধান ফটক হয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশের সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব বাধা দেন। এ ঘটনার পর বিএনপি নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

দুপুরে শহরের হরিশপুরে নিজ কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ‘স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা বিএনপির ১০ জন নেতাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। আমরা সেই অনুষ্ঠানে প্রবেশ করতেই ডিবির ওসি আমাদের বাধা প্রদান করে। এ কারণেই উপদেষ্টা আসিফ মাহমুদের মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান ও জেলা পরিষদের আলোচনা সভা বর্জন করা হয়।’

নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাসিব বলেন, ‘আমন্ত্রিত অতিথিদের কাউকে কোনো বাধা দেয়া হয়নি। দায়িত্ব পালনে আমরা পেশাদারিত্ব বজায় রেখেছি। তবে নিরাপত্তার স্বার্থে একসাথে সকল নেতাকে ভেতরে প্রবেশ না করার অনুরোধ করা হয়েছিল।’