ব্যাংক থেকে টাকা তুলে বের হন হোসনে আরা। সামনেই ডাবের দোকান। ওখানে দাঁড়িয়েই তৃষ্ণা মেটাতে অর্ডার দেন ডাবের। ততক্ষণে দোকানে আসেন আরো কয়েকজন নারী। স্বভাবত নিয়মে আপা ডেকে শুরু করেন কথা। এটা-সেটা জিজ্ঞেস করতে করতে গভীর হতে থাকে আলোচনা। হঠাৎ আড্ডা থেকে বের হয়ে পড়েন তাদের একজন। একপর্যায়ে নজর কাটে ব্যাগে। পরক্ষণে গুণতে গেলে কম পড়ে লাখ টাকার এক বান্ডেল। এ সময় চলে যাওয়া ওই নারীকে খোঁজ করতে থাকলে ততক্ষণে সটকে পড়েন অন্য নারীরাও।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলা শহর কেদারগঞ্জের অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, ব্যাংক থেকে ২ লাখ ৮৫ হাজার টাকা উত্তোলন করেন পুরন্দর গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাদিকুরের স্ত্রী হোসনে আরা। পরে ব্যাংকের বাইরে গিয়ে তিনি ডাবের পানি পান করার সময় এ ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজে বোরকা পরা নারীকে চিহ্নিত করা হয়েছে। তার নাম ঠিকানা অনুসন্ধান করে পুলিশ আটক করার চেষ্টা করছে।’