অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষার্থী নিহত

ছয় মাস আগে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যান আদিব ফারহান। শনিবার রাত ১১টার দিকে আদিব তার চার বন্ধুসহ নাস্তা করতে বের হন। পথে তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে আগুন ধরে যায়।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
বাবার সাথে আদিব
বাবার সাথে আদিব |নয়া দিগন্ত

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় ফেনী ফুলগাজীর মেধাবী শিক্ষার্থী আদিব ফারহান (২০) নিহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় ভোর ৬টার দিকে নিউক্যাসল শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আদিব ফারহান উপজেলার দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রামের মোশাররফ হোসেন সুমনের বড় ছেলে। তার বাবা বাংলাদেশ কম্পিউটার সমিতির দুই বারের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, ছয় মাস আগে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যান আদিব ফারহান। শনিবার রাত ১১টার দিকে আদিব তার চার বন্ধুসহ নাস্তা করতে বের হন। পথে তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে আদিব ফারহানসহ সবাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আদিবসহ দুই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জন চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের চাচা তহিদুল হাসনাত অপু জানান, ‘আদিব ছিলেন পরিবারের বড় সন্তান। তিনি এ লেভেল, ও লেভেল শেষ করে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। মাত্র দুই মাস আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন। তার মৃত্যুর সংবাদে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।‘

এছাড়া ঘটনায় প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আদিবের লাশ দ্রুত দেশে আনার জন্য পরিবারের পক্ষ থেকে চেষ্টা চলছে বলে জানা গেছে।