রাউজানে সভা শেষে বাড়ি ফেরার পথে গুলিতে আহত ৫

চট্টগ্রামের রাউজানে প্রস্তুতি সভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন; পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালাচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
রাউজানে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ ৫
রাউজানে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ ৫ |নয়া দিগন্ত

চট্টগ্রামে কয়েক ঘণ্টার ব্যবধানে আবারো গোলাগুলির খবর পাওয়া গেছে। এবার জেলার রাউজানে সভা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (৫ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কুইয়াপাড়া চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, বাগোয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, বাগোয়ান ইউনিয়ন যুবদলের সহ সভাপতি রবিউল হোসেন রুবেল ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল। তাদের সবার বাড়ি ওই ইউনিয়নে।

এর মধ্যে গুলিবিদ্ধ সুমনের বুকে গুলি লাগায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা পাঁচজনই বিএনপির উপদেষ্টা মণ্ডলির সদস্য গোলাম আকবর খোন্দকারের অনুসারী বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, আসন্ন ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা গুলি করে একটি গাড়িতে করে পালিয়ে যায়।

এ বিষয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: বেলায়েত হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তখন কাউকে পাইনি। বর্তমানে আমরা অভিযানে আছি। কী কারণে এমন ঘটনা ঘটেছে জানার চেষ্টা করছি। ঘটনায় জড়িতের আটকের চেষ্টা চলছে।’