বিএনপি উন্নয়নের রাজনীতি করে : শিমুল বিশ্বাস

শুক্রবার বিকেলে যশোর জেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
বক্তব্য রাখেন শামসুর রহমান শিমুল
বক্তব্য রাখেন শামসুর রহমান শিমুল |নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ‘বিএনপি দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও উন্নয়নের রাজনীতি করে। সেই কারণে আগামীর বাংলাদেশকে নিরাপদ ও সমৃদ্ধিশালী করে গড়ে তোলার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মপরিকল্পনা নিয়েছেন। ঢাকা শহরের অট্টালিকায় থেকে রাজনীতি করা যাবে না, জনগণের পাশে যেতে হবে বলেও নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।’

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে যশোর জেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় টাউনহল ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক যশোর-৩ (সদর) আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর। শ্রমিক সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ফারাজী মতিয়ার রহমান, খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মজিবুর রহমান, যশোর জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন।