চৌদ্দগ্রামে তিন পরিবারের সবাইকে অচেতন করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

আহতদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

Location :

Chauddagram
অসুস্থ হয়ে পড়াদের হাসপাতালে চিকিৎসা চলছে
অসুস্থ হয়ে পড়াদের হাসপাতালে চিকিৎসা চলছে |নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে চেতনানাশক স্প্রে ছিটিয়ে তিন পরিবারের ১২ সদস্যকে অজ্ঞান করে প্রায় চার লাখ টাকা ও চার আনা ওজনের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ চক্র।

শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো চিওড়া বাজারের একতা ট্রেডার্সের মালিক আবদুস সাত্তার শনিবার রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়িতে যান। ঘরে পৌঁছার কিছুক্ষণ পর তার ছেলে আবদুল্লাহ আল কায়েস বলে মাথা ঘুড়াচ্ছে। পরে কায়েসসহ পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। সকালে তার পরিবারসহ তিন পরিবারের কেউ ঘুম থেকে না উঠায় আশপাশের লোকজন গিয়ে ডাকাডাকি শুরু করে।

এক পর্যায়ে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় আবদুস সাত্তার, তার বাবা মো: শাহজাহান, ছেলে আবদুল্লাহ আল কায়েস, আবদুল্লাহ আল শুভ, পাশের ঘরের মো: সোলেমান, তার স্ত্রী রাশেদা বেগম, ছেলে মো: সাজ্জাদ, ঝুমুর আক্তার, নুপুর আক্তার ও নিহা আক্তার এবং অপর ঘরের মো: মিলন, মেয়ে মো: মিশুকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করান।

অভিযোগ উঠেছে, সংঘবদ্ধ চক্র স্প্রে ব্যবহার করে তিন পরিবারের ১২ সদস্যকে অচেতন করে। পরে অজ্ঞাতনামা চক্রটি রাতের আঁধারে মিলনের ঘরের আলমারি ভেঙ্গে ৩ লাখ ৮০ হাজার টাকা ও চার আনা ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন চিওড়া বাজারের একতা ট্রেডার্সের মালিক আবদুস সাত্তার বলেন, ‘কিভাবে এত বড় ঘটনা ঘটলো কিছুই বুঝতে পারিনি। নতুন ঘটনার ভিকটিম হলাম। আমার পরিবারের সবাই অচেতন ছিল। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং সকলের হুঁশ ফিরেছে।’

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ রোববার বিকেলে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতালে ভুক্তভোগীদের সাথে কথা বলেছি। তবে ঘটনা কিভাবে ঘটেছে, সে সম্পর্কে কেউ বলতে পারছে না। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’