সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গাড়ির গ্যারেজে পরিদর্শন করেছেন জামায়াতের সিলেট জেলা আমির ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
তিনি বলেন, ‘যারা অগ্নিকাণ্ড ঘটায়, তারা কখনো দেশ ও দেশের জনগণের ভালো চায় না। গ্যারেজ ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেয়ায় অনেক ক্ষতি হয়েছে। এটা নাশকতা না দুর্ঘটনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদিও আগের রাতে নগরীতে হাসপাতালে থাকা অ্যাম্বুলেন্সে ও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেয়া হয়েছে। এ ধরনের অগ্নিসংযোগকারীদের কঠোর হস্তে দমন করতে হবে।’
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ওই গ্যারেজে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান বলেন, ‘জনগণের উপকার করতে চাইলে তাদের জানমালের নিরাপত্তা দিতে হবে। তাদের কোনো ক্ষতি করা যাবে না। পাঠানটুলায় অগ্নিকাণ্ডের ঘটনায় অপূরণীয় ক্ষতি হয়েছে। তাদের ধৈর্য ধারণের অনুরোধ জানাই। ক্ষতিগ্রস্তরা আর্থিক সহযোগিতা চাইলে সরকারের উচিত তাদের সহযোগিতা করা।’
এদিকে পুড়ে যাওয়া ওই গ্যারেজ ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করে সেখানকার মালিকের সাথে কথা বলে সহমর্মিতা জানানোর পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন জামায়াতের এ নেতা।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী আখতার হোসেন, ইঞ্জিনিয়ার লিটন মিয়া, পাথর ব্যবসায়ী আনহার আহমদ তালুকদার, রেন্ট এ কার ব্যবসায়ী সামসুদ্দিন মিয়া, শ্রমিক নেতা আব্দুস সাত্তার, কুটি মিয়া ও রবি আহমদ ও মামুন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে রোববার বিকেলে নগরীর নাইওরপুল এলাকায় গণসংযোগ করেন মাওলানা হাবিবুর রহমান। তিনি সিলেট কারাগার মসজিদ থেকে শুরু করে নাইওরপুল পয়েন্ট পর্যন্ত এ গণসংযোগ করেন।



