গোপালগঞ্জে আসামিদের পালাতে না দিতে নৌপথে কড়া টহল

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আসামিদের ধরতে যৌথবাহিনীর অভিযান চলছে। দুষ্কৃতকারীরা যাতে নদীপথে পালিয়ে যেতে না পারে সেজন্য গোপালগঞ্জ জেলার নদীপথে বিশেষ টহল দেয়া হচ্ছে।

মো: সেলিম রেজা, গোপালগঞ্জ

Location :

Gopalganj
নৌপথে টহল জোরদার
নৌপথে টহল জোরদার |সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার আসামিদের ধরতে নৌপথে টহল জোরদার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট সাজ্জাদ ও কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আসামিদের ধরতে যৌথবাহিনীর অভিযান চলছে। দুষ্কৃতকারীরা যাতে নদীপথে পালিয়ে যেতে না পারে সেজন্য গোপালগঞ্জ জেলার নদীপথে বিশেষ টহল দেয়া হচ্ছে।