দশমিনায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
দশমিনায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার
দশমিনায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার |নয়া দিগন্ত

পটুয়াখালীর দশমিনায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশা খালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার নেতারা হলেন- আলীপুর ইউনিয়নের খলিশা খালী গ্রামের মরহুম হাতেম চৌকিদারের ছেলে বেল্লাল হোসেন (৪২) এবং একই গ্রামের মো: মকবুল বয়াতীর ছেলে মো: হাসান বয়াতী (৩৩)।

থানা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ মার্চ উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এতে বিএনপির বহু নেতাকর্মী আহত হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: সবুজ ঢালী দশমিনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পটুয়াখালী-৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। ওই মামলার এজাহারভুক্ত সন্দেহভাজন আসামি হিসেবে বুধবার রাতে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে বেল্লাল হোসেন ও হাসান বয়াতীকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।