মৌলভীবাজারের কুলাউড়ায় বনবিভাগের অনুমোদন ছাড়া কাঠ পাচারের অপরাধে পুলিশ ও বনবিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির কাঠসহ শফিক মিয়া (৪৫) ও সঞ্জয় তালুকদার (৩৮) নামে দুই পাচারকারীকে আটক করেছে।
সোমবার (১৯ জানুয়ারি) ভোরের দিকে উপজেলার রামপাশা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক শফিক জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে এবং সঞ্জয় রামপাশা গ্রামের মরহুম হরগোবিন্দের ছেলে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, বিভিন্ন চা বাগান ও পাহাড়ি এলাকা থেকে চোরাই পথে বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার ঘনফুট গাছ অবৈধভাবে কেটে রামপাশা এলাকার একটি কাঠের মিলের পাশে স্তূপ করে রাখা হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমল হোসেন ও কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহ এর নেতৃত্বে পুলিশ ও বন বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে কাঠ পাচারকারী শফিক ও সঞ্জয়কে আটক করা হয়।
কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রবীন্দ্রনাথ কুমার সিংহ জানান, জব্দকৃত গাছ রামপাশা এলাকা থেকে কুলাউড়া রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। বন আইনে একটি মামলা করা হয়েছে। আটককৃত দু’জনকে মৌলভীবাজার বন আদালতে পাঠানো হচ্ছে।



