খাগড়াছড়ির পানছড়িতে তক্ষিরা পাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে কল্পরঞ্জন ত্রিপুরাকে (৫৮) হত্যার দায়ে যোগি ত্রিপুরা (৩৫) ও ভাগ্যরতি ত্রিপুরা (৩০) নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিমউদদীন জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘এ ঘটনায় নিহতের ছেলে কিরণ জ্যোতি ত্রিপুরা চারজনের নামে মামলা করেছে।’
উল্লেখ্য, একই গ্রামের বাসিন্দা নিহতের মামা পূর্ণবিকাশ ত্রিপুরার (৬২) সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। এ ঘটনার জের ধরে গত ৮ মে বিকেলে নিহতের খামার বাড়িতে কাজ করার সময় পূর্ণবিকাশ ত্রিপুরা, ভাগ্যরতি ত্রিপুরা (মেয়ে) যোগি ত্রিপুরা (জামাতা) বন্দনা ত্রিপুরা দা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে কল্পরঞ্জনকে হত্যা করে।