সুন্দরবনের ত্রাস রাঙ্গা বাহিনীর প্রধান অস্ত্র ও গোলাবারুদসহ আটক

এ সময় তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Khulna
রাঙ্গা বাহিনীর প্রধান অস্ত্র ও গোলাবারুদসহ আটক
রাঙ্গা বাহিনীর প্রধান অস্ত্র ও গোলাবারুদসহ আটক |নয়া দিগন্ত

সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখকে (৪৮) আটক করেছে কোস্টগার্ড। এ সময় তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

রোববার (২৬ অক্টোবর) ভোররাতে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল হক।

তিনি বলেন, ‘আটক বনদস্যু নজরুল দীর্ঘদিন ধরে তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিল। এছাড়া গত ৩১ জুলাই রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি ও বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে। এরপর থেকেই ওই বাহিনীকে আটকের অভিযানে নামে কোস্টগার্ড।’

তিনি আরো বলেন, ‘জব্দ অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নজরুল বাগেরহাটের রামপাল থানার বাসিন্দা।’