পটুয়াখালীর দশমিনায় অটোরিকশা উল্টে চালক ইমরান (৩০) নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের নলখোলা এলাকায় দশমিনা-গলাচিপা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সৈয়দ জাফর গ্রামের রবিউল বেপারীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চালক ইমরান উপজেলার আরজবেগী বাজার এলাকা থেকে নিজে বহনকারী গাড়িতে যাত্রীসহ দশমিনার নলখোলা বাসস্ট্যান্ড এলাকায় যাচ্ছিলেন। পথে প্যাদা বাড়ির সামনের মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কুকুর ওপর উঠে উল্টে যায় অটোরিকশাটি। এ সময় ইমরান ছিটকে ওই গাড়ির নিচেই চাপা পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থান তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয়।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, লাশের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।