যশোরে ভবদহের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৪০ কোটি টাকা ব্যয়ে ছয়টি নদীর খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সরকার ভবদহ অঞ্চলের মানুষের দুঃখ দূর করার চেষ্টা করছে। কয়েকটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছয়টি নদীর ৮১ কিলোমিটার খননের মাধ্যমে এ অঞ্চলের পানি নিষ্কাশন করা হবে।’
তিনি বলেন, ‘জনগণের দাবিকে গুরুত্ব দিয়েই নদী খনন কাজে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে। স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই পরবর্তী প্রকল্পও নেয়া হবে। খুব দ্রুতই ভবদহ এলাকার আরো একটি প্রকল্প অনুমোদনের চেষ্টা চলছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতা করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুন উর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক বি এম আব্দুল মোমিন, পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না ও কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।
এ সময় আরো বক্তৃতা করেন যশোর-৫ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুন উর রশিদ বলেন, ‘ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসন অনেক চ্যালেঞ্জিং কাজ। এ অঞ্চলটি তুলনামূলক নিচু। এ কারণে সমন্বিত প্রকল্পও নেয়া হচ্ছে। এসব কিছুর মাধ্যমে এ অঞ্চলকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দেয়ার চেষ্টা করা হবে।’



