সেনবাগে বিএনপির কমিটি বাতিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নোয়াখালীর সেনবাগে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চলছে, ক্ষুব্ধ নেতাকর্মীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

বিশেষ সংবাদদাতা

Location :

Noakhali
নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত নতুন কমিটি বাতিলের দাবিতে টানা বিক্ষোভ সমাবেশ চলছে। কমিটি বাতিলে ক্ষুব্ধ নেতাকর্মীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

ঘোষিত নতুন কমিটি বাতিলের দাবিতে সেনবাগের প্রভাবশালী দুই নেতা জয়নুল আবেদীন ফারুক ও আলহাজ্ব কাজী মফিজুর রহমানের সমর্থকরা মূলত ফুঁসে উঠেছেন। অন্যদিকে ঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে ঢাক-ঢোল পিটিয়ে জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান গ্রুপের সমর্থকরা সেনবাগ পৌর শহরে আনন্দ মিছিল বের করে।

তবে অভিযোগ উঠেছে, শেষ পর্যায়ে মিছিলের পেছন দিকে মারামারির হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সেনবাগ উপজেলা পরিষদ চত্বরের বিএনপি কার্যালয় থেকে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মফিজুর রহমান গ্রুপের সমর্থকরা কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল বের করেন। এরপর মিছিলটি সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়।

সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খোন্দকার গোলাম হোসেন বক্তব্য রাখেন। এসময় তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে সেনবাগ উপজেলা বিএনপির ৫৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে আহ্বায়ক করা হয় মো: মোক্তার হোসেন পাটোয়ারীকে এবং সদস্য সচিব করা হয় মো: আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যানকে।

অন্যদিকে সেনবাগ পৌর বিএনপির ৩৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে আহ্বায়ক করা হয় মফিজুল ইসলাম (ভিপি মফিজ) এবং সদস্য সচিব করা হয় মো: শহীদুল্লাহকে।