নির্বাচন ঠেকানোর সাধ্য কারো নেই : প্রেস সচিব

সর্বত্র ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। পুরোদমে নির্বাচনী প্রচারণা চলছে।

ফজলুল হক রোমান, নেত্রকোনা
প্রেস সচিব শফিকুল আলম
প্রেস সচিব শফিকুল আলম |নয়া দিগন্ত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মুহাম্মদ শফিকুল আলম বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেরুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এতে সন্দেহের কোনো কারণ নেই। এ নির্বাচন ঠেকানোর সাধ্য কারো নেই।’

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে নেত্রকোনার স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘সারাদেশে নির্বাচনী হাওয়া দেখতে পাচ্ছি, সবাই প্রস্তুতি নিচ্ছেন। সর্বত্র ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। পুরোদমে নির্বাচনী প্রচারণা চলছে।’

গণভোট অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ‘এ বিষয়ে রাজনৈতিক দলকেই সিদ্ধান্ত নিতে হবে, নইলে সরকারই সিদ্ধান্ত নেবে। এ সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

প্রধান উপদেষ্টাসহ কয়েকজনের খাবারের অবিশ্বাস্য বিলের বিষয়ে করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ডাহা মিথ্যা কথা। আমরা এর আগেও দেখেছি, মাইলস্টোন ও সেন্টমার্টিনসহ নানা বিষয়ে মিথ্যাচার চালানো হয়েছে। এক সময় আমি নিজেও সাংবাদিকতা করেছি। অনেক টিভি চ্যানেলের মালিক টকশো গরম করার জন্য পরিচিত কিছু লোক দিয়ে মিথ্যাচার করে থাকেন।’

তিনি আরো বলেন, ‘উচ্চ পর্যায়ের সাংবাদিক ও অডিটররা সাংবাদিকদের অধিকার নিয়ে সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু তারাই সাংবাদিকদের বঞ্চিত ও তাদের প্রতি অবিচার করে থাকেন। কোনো সম্মানি না দিয়ে তাদের হাতে একটি কার্ড ধরিয়ে দেন। এ বিষয়ে সাংবাদিকদেরই সোচ্চার হতে হবে।’

এ সময় নিজেদের অধিকার নিজেদের আদায় করার আহ্বান জানান প্রেস সচিব।

সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ-আল-মাহমুদ জামান, পুলিশ সুপার সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।