মান্দায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কারারক্ষী নিহত

নিহত পলাশ আলী মোটরসাইকেল চালিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি ভোলাবাজার এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁ অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পলাশ আলীর মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে এবং বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ)

Location :

Manda
নিহত কারারক্ষী পলাশ আলী
নিহত কারারক্ষী পলাশ আলী |নয়া দিগন্ত

নওগাঁর মান্দায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পালশ আলী নামে এক কারারক্ষী নিহত হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভোলাবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পলাশ আলী মোটরসাইকেল চালিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি ভোলাবাজার এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁ অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পলাশ আলীর মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে এবং বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাস চাপায় ঘটনাস্থলেই ওই কারারক্ষী নিহত হন। কারা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা নিহত পলাশ আলীর পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছেন। ঘাতক বাসটিকে শনাক্তে পুলিশ কাজ করছে।’