বান্দরবানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে পুলিশ সুপারের কার্যালয় ও থানা ঘেরাও করেছেন বান্দরবান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে মিছিল সহকারে এসে তারা কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে তারা রাস্তায় অবস্থান করে গাড়ি চলাচল বন্ধ করে দেন।
এ সময় নিরাপত্তায় সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নেতাকর্মীরা হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য বীর বাহাদুরসহ মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের আল্টিমেটাম দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সমন্বয়ক মো: আসিফ ইকবাল, লুক চাকমা প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। তারা ট্রাফিক মোড়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। সেখান থেকে মিছিল নিয়ে গিয়ে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসায় অগ্নিসংযোগ করেন। আগুনে বীর বাহাদুরের বাসা ও তার ব্যক্তিগত কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিক্ষোভোর সময় বীর বাহাদুর তার বাসা থেকে সরে যান। পরে সেনাবাহিনী, পুলিশ, দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।



