টাঙ্গাইলের ঘাটাইলে পূর্ব শত্রুতার জেরে মো. রুহুল আমিন (৫০) এবং তার ছেলে রুহানকে ( ১০) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
রোববার (৬ এপ্রিল) রাতে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বাঘাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রুহুল আমিন উপজেলার বাঘাড়া গ্রামের মরহুম আলহাজ্ব সাগর আলীর ছেলে।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৮ টার দিকে বাঘাড়া গ্রামের মরহুম আলহাজ্ব সাগর আলীর ছেলে রুহুল আমিন এবং তার ছোট ছেলে রুহানকে নিয়ে বাঘাড়া বাজারে চা খেতে আসেন। হঠাৎ পেছন থেকে কয়েকজন লোক এসে রাম দা বের করে বাপ ছেলেকে এলোপাতাড়ি কুপাতে থাকেন।
এসময় আশপাশের লোকজন ভয়ে পালিয়ে যায়। পরে সন্ত্রাসীরা চলে গেলে মুমূর্ষু অবস্থায় আহতদের হাসপাতালে নেয়া হয়।
আহত রুহুল আমিনের বড় ভাই মো: শহিদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে চিহ্নিত কিছু সন্ত্রাসী আমার ভাই ও ১০ বছর বয়সী ভাতিজার ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
তিনি আরো জানান, এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।