আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসন (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) থেকে আপন দুই ভাই পৃথকভাবে দুই দলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা মাহমুদ হোসেন।
একই আসনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার আপন ছোট ভাই জেপির ভান্ডারিয়া উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: মাহিবুল হোসেন মাহিম।
সোমবার ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ও ঝালকাঠী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।
এছাড়াও মো: মাহিবুল হোসেন মাহিম পার্শ্ববর্তী জেলা ঝালকাঠী-১ আসন (রাজাপুর-কাঠালিয়া) থেকে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মো: মাহমুদ হোসেন ও মো: মাহিবুল হোসেন মাহিম জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর আপর চাচাতো ভাই।
সম্প্রতি অসুস্থতার কারণ দেখিয়ে পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু নির্বাচন থেকে সরে দাঁড়ালে তার পরিবারের সদস্যরা নির্বাচনী মাঠে কৌশলগতভাবে সক্রিয় হচ্ছেন এবং তারা পৃথক রাজনৈতিক অবস্থান থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পারিবারিক ক্ষমতা পুনরায় উদ্ধার করতে চান বলে স্থানীয় নেটিজেনরা জানান।
ভান্ডারিয়া জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল শিকদার জানান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু নিজ আসন পিরোজপুর-২ আসনে ও পার্শ্ববর্তী জেলা ঝালকাঠী-১ আসনে ব্যাপক পরিচিত। এ অঞ্চলে তার হাতে একসময় ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষ তার পরিবারের সদস্যের পক্ষে রায় বেবে বলে আমার প্রত্যাশা।



