সিলেটে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল বাজার এলাকায় অভিযান চালিয়ে বাজারে অবস্থিত ‘মায়ের হাসি ক্লিনিক’-এর পূর্ব পাশে একটি টাওয়ারের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার |নয়া দিগন্ত

সিলেটের গোয়াইনঘাট থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব-৯।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তোয়াকুল বাজার এলাকার একটি ক্লিনিকের পাশ থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে।

র‌্যাব-৯ সূত্র জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানাধীন ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল বাজার এলাকায় অভিযান চালিয়ে বাজারে অবস্থিত ‘মায়ের হাসি ক্লিনিক’-এর পূর্ব পাশে একটি টাওয়ারের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, চারটি ইন্ডিয়ান পাওয়ার জেল (প্রায় এক হাজার ২০০ গ্রাম), পাঁচটি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং প্রায় ২০০ গ্রাম গান পাউডার সদৃশ পাউডার উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত এসব আলামত নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক জিডিমূলে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার এর সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।

তিনি জানান, র‍্যাব-৯ গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে দেশী ও বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, বিস্ফোরক, ডেটোনেটর, সাউন্ড গ্রেনেড ও এয়ারগানসহ বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে।