চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী বিওসির মোড়ে পিক-আপ ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩০/৩২ বছর বয়সী মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাহবুব জানান, নিহতের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। ঘাতক পিকআপটি আটক করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।