যশোরের মনিরামপুর পৌর শহরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে অপর একটি দ্রুতগামী ট্রাক ধাক্কায় ট্রাকটির চালক রাজু আহম্মেদ (২৭) ও হেলপার এরফান হোসেন মিন্টু (২৬) ঘটনাস্থলে নিহত হয়েছেন।
সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে ঢাকা-মেট্রো-ট-৪৩৩৯ নম্বর ট্রাকটি যশোর থেকে সাতক্ষীরা যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মনিরামপুর ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু ঘটে বলে নিশ্চিত করেছেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান। তিনি জানান, নিহত দুজনেই সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা।