‘ফ্যাসিস্ট শক্তি সাংবাদিকদের কণ্ঠস্বর বন্ধ করতে পারেনি’

‘মিডিয়াকে আটকে রাখা বা অন্ধকারে রাখার কোনো সুযোগ নেই। ২৪-এর আন্দোলনে যে আপস করা হয়নি, ক্ষমতার স্বার্থে যদি এখন আপস করা হয় ও আধিপত্যবাদকে সুযোগ দেয়া হয় তা হবে দেশবাসীর সাথে মারাত্মক প্রতারণা।’

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
বক্তব্য রাখেন বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহিন
বক্তব্য রাখেন বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহিন |নয়া দিগন্ত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেছেন, ‘জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট শক্তি দেশের মানুষের কণ্ঠরোধ করতে চাইলেও সাংবাদিকদের কণ্ঠস্বর বন্ধ করতে পারেনি। নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। ভেবেছিলাম ৫ আগস্টের পর আর আন্দোলন করতে হবে না কিন্তু বাস্তবতা হলো এখনো আমাদের আন্দোলনে থাকতে হচ্ছে।’

শনিবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাউদ মাসুদ।

ওবায়দুর রহমান শাহিন বলেন, ‘মিডিয়াকে আটকে রাখা বা অন্ধকারে রাখার কোনো সুযোগ নেই। ২৪-এর আন্দোলনে যে আপস করা হয়নি, ক্ষমতার স্বার্থে যদি এখন আপস করা হয় ও আধিপত্যবাদকে সুযোগ দেয়া হয় তা হবে দেশবাসীর সাথে মারাত্মক প্রতারণা। দেশবাসী তা ক্ষমা করবে না।’

তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘সবাইকে নিয়ে দেশ গড়ার যে প্রত্যাশা তারেক রহমান ব্যক্ত করেছেন, আমরাও সেটাই চাই।’

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক গোলাম সারোয়ার সাঈদ বলেন, ‘জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ থাকলেও নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। নতুন বাংলাদেশ যেন নতুন ফ্যাসিবাদের হাতে না পারে সেই বিষয়ে সাংবাদিকদের সতর্ক ভূমিকা রাখতে হবে।’

শ্রম অধিদফতরের উপ-পরিচালক ইয়াসমিন আক্তার বলেন, ‘একটি ইউনিয়নকে সচল রাখতে সাধারণ সভা গুরুত্বপূর্ণ। সাংবাদিক ইউনিয়নের রেজিস্ট্রেশন পাওয়া সহজ নয়, এ বিষয়ে শ্রম অধিদফতর সব সময় সহযোগিতায় প্রস্তুত আছে।’

সভাপতির বক্তব্যে আবু সাউদ মাসুদ প্রথম আলো ও ডেইলি স্টারের উপর হামলার নিন্দা জানান। একইসাথে তিনি এ দুটি পত্রিকার অতীত ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, ‘আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ভাইকে যখন হামলা করে রক্তাক্ত করা হয় তখন প্রথম আলো ও ডেইলি স্টার কোনো পদক্ষেপ তো নেই নাই, এমনকি সেই খবরটি পর্যন্ত প্রকাশ করেনি।’