ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া নামক স্থানে ট্রাকচাপায় বন্যা খাতুন (১৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কানাপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে তার বাবার বাড়ির লোকজনের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বন্যা খাতুন উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদি গ্রামের সোহান আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, আমরা সকালে লাশটা রাস্তার উপর দেখতে পাই। তবে লাশের পাশে তার কোনো স্বজন পাওয়া যায়নি।
বন্যার বাবা জাহাঙ্গীর হোসেন দাবি করেন, বিয়ের পর থেকেই তার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন তার উপর নির্যাতন করত। দু’দিন আগেও তাদের নির্যাতন সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে বন্যা। আমরা মনে করছি, তাকে এখানে এনে ট্রাকের নিচে ফেলে হত্যা করা হয়েছে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনা মনে হলেও আমরা লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। রিপোর্ট এলে আর তদন্ত করে মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাবে।