গাজীপুরে কর্মচারীকে বাঁচাতে গিয়ে হোটেল মালিক নিহত, আটক ৩

একদিন আগে স্বপন মিয়ার জমির কলাগাছ থেকে একটি কলার ছড়ি চুরি হয়। শনিবার বেলা ১১টার দিকে তার ছেলে মাসুম মিয়া ওই হোটেলে গিয়ে একটি কলার ছড়ি দেখতে পান। ওই কলার ছড়িটি বাগান থেকে চুরি হওয়া দাবি করলে মাসুমের সাথে ওই হোটেলের কর্মচারী অনন্ত দাসের (১৭) কথাকাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Kaliganj
নিহত হোটেল ব্যবসায়ী লিটন চন্দ্র ঘোষ ওরফে কালি
নিহত হোটেল ব্যবসায়ী লিটন চন্দ্র ঘোষ ওরফে কালি |নয়া দিগন্ত

গাজীপুরের কালীগঞ্জে কর্মচারীকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে লিটন চন্দ্র ঘোষ ওরফে কালি (৫৫) নামে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে পৌরসভা সংলগ্ন এলাকার বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেলে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত এক দম্পতি ও তাদের ছেলেসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যবসায়ী লিটন চন্দ্র ঘোষ গাজীপুর জেলার কালীগঞ্জ থানার চান্দাইয়া এলাকার নির্মল চন্দ্র ঘোষ ওরফে কালুর ছেলে এবং ওই বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেলের মালিক।

আটকরা হলেন— কালীগঞ্জ থানার বালীগাঁও এলাকার মরহুম তারা মিয়ার ছেলে মোহাম্মদ স্বপন মিয়া (৫৫) ও তার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) এবং ছেলে মাসুম মিয়া (২৮)।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, একদিন আগে স্বপন মিয়ার জমির কলাগাছ থেকে একটি কলার ছড়ি চুরি হয়। শনিবার বেলা ১১টার দিকে তার ছেলে মাসুম মিয়া ওই হোটেলে গিয়ে একটি কলার ছড়ি দেখতে পান। ওই কলার ছড়িটি বাগান থেকে চুরি হওয়া দাবি করলে মাসুমের সাথে ওই হোটেলের কর্মচারী অনন্ত দাসের (১৭) কথাকাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় মাসুমের বাবা-মা ঘটনাস্থলে উপস্থিত হলে তারাও মারামারিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে হোটেল মালিক কালি ঘোষ এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে কালি ঘোষের মুখে ও বুকে আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান। ঘটনার পর স্থানীয় লোকজন ওই তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে এবং ঘটনার সাথে জড়িত তিনজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। নিহতের মুখে ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুকে আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে।’