নীলফামারী-১ ও ২ আসনে স্বতন্ত্র তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

জাতীয় সংসদ নির্বাচনের নীলফামারী-১ ও ২ আসনে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
নীলফামারী-১ ও ২ আসনে স্বতন্ত্র তিন প্রার্থীর মনোনয়ন বাতিল
নীলফামারী-১ ও ২ আসনে স্বতন্ত্র তিন প্রার্থীর মনোনয়ন বাতিল |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নীলফামারী-১ ও ২ আসনে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার (১ জানুয়ারী) বিকাল সাড়ে ৫টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি আসনের মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। তফসিল অনুযায়ী (১ জানুয়ারী) নীলফামারী ১ ও নীলফামারী ২ আসনের যাচাই বাছাই সম্পন্ন্ করা হয়েছে। নীলফামারী-১ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকী নয়জনের কাগজ সঠিক পাওয়া যায়।

অপর দিকে নীলফামারী-২ (সদর) আসনটিতে মোট সাতজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে পাঁচজনের কাগজপত্র সঠিক পাওয়া যাওয়ায় তাদেরগুলো গৃহীত হয়েছে। বাকী দুইজন স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত মো: সাইফুল্লাহ রুবেল ও মিনহাজুল ইসলাম মিনহাজের মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটানিং কর্মকর্তা জানান, বাতিল হওয়া তিন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এক শতাংশ ভোটারদের যে সম্মতি দেওয়া হয়েছে সেগুলো সঠিক না পাওয়ায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে নিয়ম অনুযায়ী প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।