ফেনীতে ২০২৪ ও ২০২৫ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের বসতঘর মেরামত ও নবনির্মিত ঘর উপহার দিয়েছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঘরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা আব্দুল হান্নান।
এ সময় জেলা জামায়াতের সাহিত্য সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, ফুলগাজি উপজেলা আমির জামাল উদ্দিন চৌধুরী, শ্রমিক কল্যাণ জেলা সভাপতি ফারুক আহমদ ভুঁইয়া আজাদ, পরশুরাম পৌরসভার আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা, ফেনী সদর কালিদহ ইউনিয়ন আমির আবু তৈয়ব, ধলিয়া ইউনিয়ন আমির মাওলানা নুরুল করীমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ তিন উপজেলার প্রতিটি বাড়িতে গিয়ে ঘরগুলো পরিবারের হাতে তুলে দেন। এ সময় ফুলগাজী উপজেলার খিলপাডা গ্রামের হাফেজ আহমদকে ১টি ঘর, জামমুডা গ্রামের সাহেদা আক্তার ও আবদুর রহীমকে ১টি করে বসতঘর উপহার হিসেবে বুঝিয়ে দেয়া হয়। পরে পরশুরাম উপজেলার কোলাপাডা রসুল মিয়াকে ১টি ঘর উপহার দেয়া হয়। এছাড়া ফেনী সদর উপজেলার আলোকদিয়ায় ২টি ও ধলিয়া ইউনিয়ন বালুয়া চৌমুহনীতে ২টি ঘর তৈরির কাজ শেষ করে আজ উদ্বোধন করেন।
জেলা আমির মুফতি আবদুল হান্নান ঘরগুলো বুঝিয়ে দেয়ার সময় বাড়ির নারী-পুরুষের উদ্দেশে বলেন, ‘আগুন, বন্যায় ও কন্যাদায়গ্রস্ত বাবার পাশে দাঁড়াতে জামায়াত কাজ করছে। একইসাথে জানাজা, দাফন, কবর খোড়া, ঘর নির্মাণ, প্রসূতি সেবা, ক্যান্সারসহ অসুস্থ ব্যক্তির পাশে সাধ্য মতে দাঁড়াচ্ছে দলটি। এছাড়া বীজ সার বিতরণসহ যেখানেই বিপদগ্রস্ত মানুষ সেখানেই জামায়াত তাদের সীমিত সামর্থ্যের সবটুকু নিয়ে হাজির হচ্ছে। আর্তমানবতার সেবায় জামায়াত বিপন্ন মানুষের দোরগোড়ায় সবার আগে পৌঁছে যায়।’
এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান এ নেতা।