জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে নিখোঁজের পাঁচ দিন পর ভেসে ওঠেছে সুমন মাঝির (২২) অর্ধগলিত লাশ। তিনি গত ১৯ মে নদীর পাড় ভেঙে পানিতে পড়ে নিখোঁজ হয়েছিলেন।
শনিবার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের হলকারচর ফুটানিবাজার ঘাটে যমুনা নদীতে তার লাশ ভেসে থাকতে দেখা যায়।
খবর পেয়ে সেনাবাহিনী, দেওয়ানগঞ্জ মডেল থানা ও বাহাদুরাবাদ নৌ-থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে যান।
সুমন মাঝির বাবা সুরেন মাঝি, মা বিশাখা ও নানা জগলাল মাঝির সাথে কথা হলে তারা ভাসমান লাশটি সুমনের বলে নিশ্চিত করেন।
জানা যায়, গত ১৯ মে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের হলকারচর ফুটানিবাজার ঘাট থেকে যাত্রীবোঝাই নৌকা নিয়ে সুমন মাঝি রওনা দেন গাইবান্ধার বালাশি ঘাট অভিমুখে। বিরূপ আবহাওয়ার কারণে পথে চিকাজানী ইউনিয়নের খানপাড়া গ্রামে নৌকা ভেড়ালে সুমন মাঝি পাড়ে নামার সাথে সাথে নদীর পাড়ের একটি অংশ ভেঙে পড়ে তিনি নিখোঁজ হন।
পরে খবর পেয়ে দেওয়ানগঞ্জ ও জামালপুরের ফায়ার সার্ভিস ও ডুবুরি দল বহু চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে উদ্ধার অভিযান স্থগিত করে চলে যান। অবশেষে শনিবার তার অর্ধগলিত লাশের সন্ধান পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মো: আতাউর রহমান, দেওয়ানগঞ্জ মডেল থানা ওসি নাজমুল হাসান ও দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো: কামরুজ্জামান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নদী থেকে লাশটি উদ্ধারের চেষ্টা চলছিল।