দামুড়হুদায় ট্রেন থামিয়ে এলাকাবাসীর বিক্ষোভ, খুলানার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এদিকে বিক্ষোভে চুয়াডাঙ্গা স্টেশনে নকশীকাঁথা মেইল ট্রেন আটকা পড়েছে। একইসাথে খুলনাগামী সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী
ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জয়রামপুর স্টেশনে আন্তঃনগর সাগরদাড়ি ও কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি ও গেটম্যানের দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এদিকে বিক্ষোভে চুয়াডাঙ্গা স্টেশনে নকশীকাঁথা মেইল ট্রেন আটকা পড়েছে। একইসাথে খুলনাগামী সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দামুড়হুদা জয়রামপুর ট্রেন সুবিধা সংরক্ষণ কমিটির ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী।

এলাকাবাসীর দাবি, দামুড়হুদা উপজেলার একমাত্র স্টেশন জয়রামপুর রেলওয়ে স্টেশন থেকে যাতায়াত করা লক্ষাধিক মানুষ ব্যবসা-বাণিজ্য, চাকরি ও চিকিৎসাসহ নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। জয়রামপুর একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলেও এখানে কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই। এতে করে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগের শিকার হতে হয়। জয়রামপুর রেল স্টেশনে এ দুটি ট্রেন যাত্রাবিরতি করলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবেন। আমাদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত ট্রেন অবরোধ চলবে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান বলেন, ‘শুনেছি জয়রামপুর স্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করা হয়েছে। কী কারণে করেছে তা জানি না। এর কারণে চুয়াডাঙ্গা স্টেশনে ৫টা ৫৫ মিনিট থেকে খুলনাগামী নকশীকাঁথা মেইল ট্রেন দাঁড়িয়ে আছে। আপাতত খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ হয়েছে।’

এ বিষয় দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রফিক হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। পরে বিস্তারিত জানাব।