চট্টগ্রামের মিরসরাইয়ে কলেজ রোড এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে।
এ সময় অভিযানে মিরসরাই কলেজ গেট থেকে ফুটওভার ব্রিজ পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া অপরিষ্কার থাকায় আরাফাত হোটেলকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ব্যবসায়ীরা বলেন, ‘আমরা পৌরসভাকে টাকা দিয়ে দোকান বসিয়েছি। প্রতিদিন বাজার ইজারাদারে টোল নিয়ে যাচ্ছে। কলেজ রোড়ে মূলত যানজট সৃষ্টি হয় ব্যাটারিচালিত রিকশার কারণে। আমরা চাই আমাদের পুনর্বাসন করা হোক। না হলে পরিবার নিয়ে অনাহারে থাকতে হবে।’
মিরসরাই পৌরসভার প্রধান সহকারী সাইফুল ইসলাম, সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র নাথ, কনজারবেন্সি ইন্সপেক্টর সজল চন্দ্র নাথ, কর নির্ধারক মাসুদুর রহমানসহ পৌরসভা, ভূমি ও মিরসরাই থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিরসরাই পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্টেট আলাউদ্দিন কাদের বলেন, ‘দীর্ঘ দিন ধরে মিরসরাই কলেজ গেট এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছে কিছু অসাধু ব্যবসায়ী। ফুটপাত দখলের ফলে শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।’