নাটোরের লালপুরে পদ্মা নদীতে নিখোঁজ জেলে জহুরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ জুন) রাত বারোটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর রাইটার ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জহুরুল নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের হযরত আলীর ছেলে বলে জানা গেছে।
এর আগে মাছ ধরতে গিয়ে গত রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর রাইটার ঘাট এলাকায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে জহুরুল ইসলাম নিখোঁজ হয়। সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহীর একটি ডুবুরি দল সেখানে অনুসন্ধান চালায়।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাত বারোটার দিকে স্থানীয় জেলেরা মাছ ধরার সময় জহরুলের লাশ শনাক্ত করে।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার নবীনগর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।