ভাঙ্গায় সংসদীয় আসন থেকে ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

সড়ক ও রেললাইন বিচ্ছিন্ন করার ঘোষণা

বিকেলে উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এলাকার মানুষজনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Faridpur
সংসদীয় আসন থেকে ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
সংসদীয় আসন থেকে ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গায় দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ভিন্ন সংসদীয় আসনে যুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। নির্বাচন কমিশন কর্তৃক অযৌক্তিকভাবে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ (নগরকান্দা -সালথা) এর সাথে সংযুক্তির প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এলাকার মানুষজনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে আগামী তিন দিন ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত ভাঙ্গা বিশ্বরোড, মুনসুরাবাদ, সুয়াদী, হামিরদী, পুখুরিয়া, পুলিয়া বাসস্ট্যান্ড, ভাঙ্গা, পুখুরিয়া রেলস্টেশনসহ সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধের মাধ্যমে রাজধানীর সাথে যোগাযোগ বন্ধ করা হবে বলেও জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সর্বদলীয় ঐক্য পরিষদের সভাপতি আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম ম ছিদ্দিক মিয়া। সাংবাদিক এ টি এম ফরহাদ নান্নুর সঞ্চালনায় এবং মো: পলাশের সার্বিক তত্ত্বাবধানে সম্মেলনে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো: আইয়ুব মোল্লা, জামায়াতের উপজেলা আমির মাওলানা সারোয়ার হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক তসলিম ইসলাম অভি, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি আতিয়ার রহমান, ঘারুয়া ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সী।

উল্লেখ্য, সম্প্রতি ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনে যুক্ত করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশের পর থেকে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী।