জামালপুরে বন্যার আগাম সতর্কবার্তা বৃদ্ধি প্রশিক্ষণ

প্রভাতী প্রকল্পের পরিচালক হাফিজুর রহমান কর্মশালার সভাপতিত্ব করেন।

জামালপুর প্রতিনিধি

Location :

Jamalpur
জামালপুরে বন্যার আগাম সতর্কবার্তা বৃদ্ধি প্রশিক্ষণ
জামালপুরে বন্যার আগাম সতর্কবার্তা বৃদ্ধি প্রশিক্ষণ |নয়া দিগন্ত

জামালপুরের ইসলামপুর উপজেলায় স্থানীয় জনগোষ্ঠীর জন্য বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি-বিষয়ক কনসালটেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মশালার আয়োজন করা হয়।

অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্প-ডিডিএম কম্পোনেন্টের আওতায় ইফাদ ও রাইমসের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর এবং উপজেলা প্রশাসন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

এতে জনপ্রতিনিধি, কৃষক, ইমাম, পুরোহিত, স্বেচ্ছাসেবক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা অংশ নেন।

প্রভাতী প্রকল্পের পরিচালক হাফিজুর রহমান কর্মশালার সভাপতিত্ব করেন।

আপদ ও দুর্যোগ বিষয়ে বক্তব্য দেন প্রভাতী প্রকল্প-ডিডিএম কম্পোনেন্টের উপ-প্রকল্প সমন্বয়ক ও দুর্যোগ ব্যবস্থা অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রভাতী প্রকল্প-ডিডিএম কম্পোনেন্টের প্রোগ্রাম ম্যানেজার জেসিকা মারিয়া গোমেজ। কর্মশালায় বন্যা পূর্বাভাস, স্থানীয় পর্যায়ে আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থাপনা, স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি কমানোর কৌশল এবং দুর্যোগকালীন সময়ে প্রস্তুতির বিভিন্ন দিক উপস্থাপন করা হয়।