মেঘনায় দুর্ঘটনা : ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের রুট পারমিট বাতিল, মামলার প্রস্তুতি

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মো: সোলাইমান।

Location :

Jhalokati
‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের রুট পারমিট বাতিল
‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের রুট পারমিট বাতিল |নয়া দিগন্ত

ঝালকাঠি প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। একইসাথে ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মো: সোলাইমান।

তিনি বলেন, ‘দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’

এদিকে শুক্রবার সকাল ১০টার দিকে নিজাম শিপিং লাইন্সের ‘অ্যাডভেঞ্চার-৯’ ঝালকাঠি লঞ্চ টার্মিনালে পৌঁছলে বরিশাল নৌ-পুলিশ ও ঝালকাঠি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে লঞ্চটি জব্দ করে এর মধ্যে থাকা চার কর্মীকে আটক করে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘লঞ্চটি ঝালকাঠিতে নোঙর করার পর এর সারেং, সুকানি, সুপারভাইজার ও ইঞ্জিনচালক পালিয়ে যায়। তবে চারজন কেবিন বয়কে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’