নবাবগঞ্জে ধানক্ষেত থেকে আদিবাসী যুবকের লাশ উদ্ধার

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মো: ইকরামুল হক, নবাবগঞ্জ (দিনাজপুর)

Location :

Nawabganj
নবাবগঞ্জে ধানক্ষেত থেকে আদিবাসী যুবকের লাশ উদ্ধার
নবাবগঞ্জে ধানক্ষেত থেকে আদিবাসী যুবকের লাশ উদ্ধার |নয়া দিগন্ত

দিনাজপুর জেলার নবাবগঞ্জে ধানক্ষেত থেকে শুভ সরেন( ২৩) নামে এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের সি সি ডি বি অফিসের পূর্ব পাশের স্থানীয় তুফানের ভাটার ধার থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত শুভ সরেন উপজেলার মালদহ আদিবাসী পাড়ার গণেশ সরেনের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয়রা ধানক্ষেতে শুভ সরেনের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। শুভ সরেনের লাশে বিশেষ ক্ষতচিহ্ন ছিল, মৃত্যুর পরে তার ডান হাতের কিছু অংশ এবং একটি কান বন্যপ্রাণীরা খেয়ে ফেলেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পরে ঘটনার আসল রহস্য বের হবে।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।