পার্বত্য চট্টগ্রামকে নিয়ে একটি মহল নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে

পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ এবং গণমাধ্যম সংস্কারের প্রধান ও সদস্যদের প্রতিবেদনে সংবিধান বহির্ভূত ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রফিকুল ইসলাম রকি, খাগড়াছড়ি

Location :

Khagrachhari
পার্বত্য চট্টগ্রামকে নিয়ে একটি মহল নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে
পার্বত্য চট্টগ্রামকে নিয়ে একটি মহল নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে |নয়া দিগন্ত

পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ এবং গণমাধ্যম সংস্কারের প্রধান ও সদস্যদের প্রতিবেদনে সংবিধান বহির্ভূত ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শাপলা চত্বরে পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে গণমাধ্যম সংস্কার কমিটির প্রধান ও সদস্যদের কুশপুত্তলিকা দাহ করা হয়।

প্রতিবাদ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো: লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো: আলমগীর কবির।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মো: এস এম মাসুদ রানা, জেলা শাখার সহ-সভাপতি জাহিদ হাসান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি সভাপতি মো: সোহেল রানা, কলেজ শাখা সাধারণ সম্পাদক মো: শামীম আহমেদ।

বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে একটি মহল পার্বত্য চট্টগ্রামকে নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথিত গণমাধ্যম কমিশন সে চক্রান্তে পা দিয়ে সংবিধান বহির্ভূত শব্দ প্রয়োগ করেছে। তারা অন্তর্বর্তী সরকারের প্রধন উপদেষ্টাকে সর্তক করে দিয়ে বলেন, বিদেশীদের ষড়যন্ত্রে পা দেবেন না। প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। কেউ আদিবাসী নয়। যারা নিজেদেরকে আদিবাসী বলে দাবি করে, তারা সত্যিকার অর্থে দেশবিরোধী এবং নানান ষড়যন্ত্রে লিপ্ত।