এসএমপি’র নতুন কমিশনার আবদুল কুদ্দুস, রেজাউল অ্যান্টি-টেরোরিজমে

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো: মাহাবুর রহমান শেখের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করে এসএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet Sadar
আবদুল কুদ্দুছ চৌধুরী ও মো: রেজাউল করিম
আবদুল কুদ্দুছ চৌধুরী ও মো: রেজাউল করিম |সংগৃহীত

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা পিটিসি’র কমান্ড্যান্ট ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-সেবা।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো: মাহাবুর রহমান শেখের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করে এসএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়।

অন্যদিকে, এসএমপি কমিশনার মো: রেজাউল করিম, পিপিএম-সেবাকে ঢাকার অ্যান্টি-টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো: মাহাবুর রহমান শেখ এ প্রজ্ঞাপনে সই করেন।