বুড়িচংয়ে প্রাইভেটকারচাপায় ইউপি সদস্য নিহত

কুমিল্লার বুড়িচংয়ে উল্টো পথে মোটরসাইকেল চালানোর সময় প্রাইভেটকারচাপায় সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব (৬০) নিহত হয়েছেন; ঘটনার পর গাড়িটি পালিয়ে যায়, পুলিশ শনাক্তে কাজ করছে।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong
আব্দুল ওহাব
আব্দুল ওহাব |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রাইভেটকারচাপায় সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব (৬০) নিহত হয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওহাব বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর গ্রামের ছমির উদ্দিনের ছেলে। তিনি মোকাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে উল্টো পথে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুল ওহাব। এসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কাবিলা ইস্থান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, দুর্ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গেছে। প্রাইভেটকারটি শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।