ড. আসাদুজ্জামান রিপন

গণতান্ত্রিক অভিযাত্রার এই সময় খালেদা জিয়াকে দেশের জন্য ভীষণ প্রয়োজন

আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে শয্যাশায়ী হলেও পরম করুণাময় আল্লাহর কাছে আমাদের নেত্রীর রোগমুক্তি কামনায় এবং নেক হায়াত দান করার জন্য কোটি কোটি মানুষ আজ সাহায্য প্রার্থনারত।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
লৌহজংয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণমোনাজাত করছেন নেতাকর্মীরা
লৌহজংয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণমোনাজাত করছেন নেতাকর্মীরা |নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘গণতান্ত্রিক অভিযাত্রার এই সময় বেগম খালেদা জিয়াকে দেশের জন্য ভীষণ প্রয়োজন। দেশ এক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সঙ্কটের মধ্যে গণতন্ত্র ও দেশের নির্বাচনকে নিয়ে নানা ধরনের যড়যন্ত্র চলছে।’

তিনি বলেন, ‘গণতন্ত্র ও নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই অত্যন্ত উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছি। এই উদ্বেগ-সংশয়ের মধ্যে নতুন করে যুক্ত হয়েছে আমাদের নেত্রী বেগম জিয়ার স্বাস্থ্য অবস্থা। দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, জনগণের ক্ষমতায়ণ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন লড়াই করেছেন তিনি।’

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে লৌহজং সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনের সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের আয়োজনে বিএনপি চেয়ারপারশন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণমোনাজাত মাহফিল ও এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘সৃষ্টিকূলের মাবুদ হচ্ছেন পরম করুণাময় আল্লাহ। মাবুদের কাছে প্রার্থনার একটি বড় শক্তি আছে। আমাদের নেত্রী বেগম জিয়া হাসপাতালে শয্যাশায়ী হলেও পরম করুণাময় আল্লাহর কাছে আমাদের নেত্রীর রোগমুক্তি কামনায় এবং নেক হায়াত দান করার জন্য কোটি কোটি মানুষ আজ সাহায্য প্রার্থনারত। আল্লাহর দরবারে অনেক মানুষ কোরআন তেলাওয়াত করছেন। সবাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে আশু শেফা দান করেন।’

মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়ার সভাপতিত্বে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও গণমোনাজাতে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহ আলম রনি মৃধা, উপজেলা বিএনপি নেতা মোশাররফ হোসেন নসু, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শেখ সোলায়মান তপুসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনতা।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া কামনা করে জনসমাবেশে নিজেই আবেগঘন দোয়া ও গণমোনাজাত পড়ান বিএনপির নেতা ড. আসাদুজ্জামান রিপন। মোনাজাতে অংশ নেন মুন্সীগঞ্জ-২ আসনের শত শত নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ।