ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নীলফামারীর চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলসহ (বাসদ) মোট ১৩টি রাজনৈতিক দলে মনোনয়নে ও স্বতন্ত্র হিসেবে মোট ৪৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে ৩৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আসনভিত্তিক তথ্যে জানা গেছে, নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে ১৪ মনোনয়নপত্র সংগ্রহকারীর মধ্যে ১০ জন জমা দেন, নীলফামারী-২ (সদর) আসনে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহকারীর মধ্যে সাতজন জমা দেন, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে সাতজন মনোনয়নপত্র সংগ্রহকারীর মধ্যে চারজন জমা দেন ও নীলফামারী-৪ আসনে ১৩ মনোনয়নপত্র সংগ্রহকারীর মধ্যে ১২ জন প্রার্থী জমা দেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেয়া হবে।’



