মো: মফিদুল ইসলাম সরকার, পীরগাছা (রংপুর)
রংপুরের পীরগাছার ইটাকুমারী জমিদারবাড়ি থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে ওই জমিদার বাড়ির পরিত্যক্ত কাছারি ঘর থেকে এসব উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, পীরগাছা থানার এসআই মো: সফিকুল ইসলাম আকন্দ ও এসআই আব্দুর রাজ্জাক রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তারা গোপন সূত্রে খবর পান ইটাকুমারী জমিদার বাড়ির একটি পরিত্যক্ত ভবনে ফেনসিডিল মজুদ রয়েছে এবং সেখানে অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
এ সময় বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হলে তার নির্দেশে রাত্রিকালীন দু’টি টহল দল যৌথভাবে সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালে ওই জমিদার বাড়ির পরিত্যক্ত কাছারি ঘর থেকে একটি ১২ বোরের একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামত সেখানেই জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে পুলিশের হেফাজতে নেয়া হয়।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত ২৭ জুলাই উপজেলার কৈকুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের জানালার সানসেট থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছিল থানা পুলিশ।