সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত থেকে চারটি ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৪ আগস্ট) ভোরে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার (২৪ আগস্ট) সকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে: কর্নেল নাজমুল হক।
এ বিষয়ে রোববার দুপুরে সাড়ে ১২টায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে লে: কর্নেল নাজমুল হক জানান, শনিবার দিবাগত রাতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অস্ত্রগুলো হলো চারটি পয়েন্ট ১৭৭ এয়ার গান। এগুলো ভারত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি জানান,ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করা হয়েছে।