মাদারীপুরের শিবচরে রেনু বেগম (৬৫) নামের এক বৃদ্ধার রক্তাক্ত গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাঁচিকাটা গ্রামের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে প্রতিবেশীরা রেনু বেগমের ঘরের জানালা খোলা ও ঘরের দরজায় তালা ঝুলতে দেখে। দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকালে ঘরের খাটে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে তারা। পরে পুলিশে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
তিনি আরো জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।