কুমিল্লা মেডিক্যাল কলেজে ইসলামিক সেমিনার

‘আধুনিক যুগের চিকিৎসা ক্ষেত্রেও মানবিকতা অপরিহার্য’

সোমবার সকালে কুমেক অডিটোরিয়ামে এ ইসলামিক সেমিনার অনুষ্ঠিত হয়।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
ইসলামিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী কুমেক শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইসলামিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী কুমেক শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। |নয়া দিগন্ত

কুমিল্লা মেডিক্যাল কলেজে (কুমেক) আয়োজিত এক ইসলামিক সেমিনারে বক্তারা বলেছেন, ‘আধুনিক যুগের চিকিৎসা ক্ষেত্রেও মানবিকতা অপরিহার্য। হযরত মোহাম্মদ সা:-এর জীবন আমাদের জন্য সর্বোচ্চ দৃষ্টান্ত। তাঁর চরিত্র, সহনশীলতা ও ন্যায়পরায়ণতা একজন চিকিৎসকের নৈতিক আচরণ ও মানবসেবার মূলভিত্তি হিসেবে কাজ করতে পারে।’

সোমবার (২৭ অক্টোবর) সকালে কুমেক অডিটোরিয়ামে এ ইসলামিক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মির্জা মোহাম্মদ তায়েবুল ইসলাম। বক্তব্য রাখেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী, ইতিহাসবিদ মুসা আল হাফিজ, ডা. নাবিল।

এ সময় কুমিল্লা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম মজুমদার, ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ এস মোহাম্মদ মাসুম হাসান, ডার্মাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জহির উদ্দিন বাবর, ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ এস শফিকুর রহমান, অর্থোপেডিকস ও ট্রমাটোলজি বিভাগের ডা. মিনহাজ তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইসলামিক কুইজ প্রতিযোগিতার ১০ জন বিজয়ী কুমেক শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছাত্রদের মধ্যে বিজয়ী হলেন- রমিজ উদ্দিন, শাখাওয়াত হোসেন, কামাল হোসেন, এস এম এইচ পারভেজ, আরাফাত হোসেন শাহী। ছাত্রীদের মধ্যে বিজয়ী হলেন- শারমিন সাদিয়া, জেনিফার জাফর, ফাতেমা সুলতানা, তামান্না ইসলাম সেতু, জুয়াইরিয়া তাইয়্যেবা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমেক শিক্ষার্থী মেহেদী আল হাসান ও মারুফ হাসান। সেমিনারে শিক্ষক-শিক্ষার্থী ও চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।