মোংলা চৌরীডাঙ্গা আহমাদিয়া দাখিল মাদরাসা ও দক্ষিণ অঞ্চল সেবা সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টাযর দিকে মাদরাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মোংলা সংবাদদাতা মো: সেকান্দার আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখার সহকারী সেক্রেটারি শেখ আবিদ হাসান এবং চৌরীডাঙ্গা মাদরাসার সহকারী সুপার মাওলানা আব্দুল হালিম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সমাজসেবক অধ্যাপক মো: কোহিনুর সরদার।
মাওলানা নূর মোহাম্মদ হেলালীর সভাপতিত্বে অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন ও নৈতিকতার বিকাশে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। কৃতি শিক্ষার্থীরা দেশের সম্পদ। সততা, নৈতিকতা ও দেশপ্রেম ধারণ করলেই জীবনে সাফল্য আসে।’
অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন।
এদিন দুপুর ১২টায় মিঠাখালী ইউনিয়নের খাসেরডাঙ্গা আবু বকর সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ায় মোহাম্মদ মনিরুজ্জামানকে সংবর্ধনা জানানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হারুন অর-রশিদের উপস্থিতিতে বক্তারা তার আইন পেশায় সাফল্যের জন্য শুভকামনা জানান।
প্রধান অতিথি এ সময় বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন রক্ষা আমার দায়িত্ব। এ ক্ষেত্রে সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজন।’
উভয় সংবর্ধনা অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও জামায়াতে ইসলামের মিঠাখালী ইউনিয়ন আমির মাওলানা নূর মোহাম্মদ হেলালী।