বন্ধ করা হয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পীলওয়ে

সকাল সাড়ে ৮টার দিকে সবকটি স্পীলওয়ে বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Kaptai
কর্ণফুলিতে পানি নিষ্কাশন বন্ধ করায় জেলেরা মাছ ধরছে
কর্ণফুলিতে পানি নিষ্কাশন বন্ধ করায় জেলেরা মাছ ধরছে

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে সাত দিন পর ১৬টি স্পীলওয়ের বন্ধ করে দেয়া হয়েছে। লেকের পানি বিপদ সীমার নিচে নেমে আসায় সবকটি জলকপাট বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সবকটি স্পীলওয়ে বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানি কাপ্তাই লেকে ১০৯ মীনস সি লেভেল (এমএসএল) কাছাকাছি চলে আসায় গত ৫ আগস্ট দিবাগত রাত ১২টা থেকে বাঁধের ১৬টি স্পীলওয়ের ছয় ইঞ্চি করে ছেড়ে দেয়া হয়। এতে প্রতি সেকেন্ড নয় হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হয়েছিল। টানা বৃষ্টি ও উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে লেকের পানি অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় এরপর কেন্দ্রের স্পীলওয়ের দেড় ফুট, পরবর্তীতে আড়াই ফুট এবং সর্বোচ্চ সাড়ে তিন ফুট পর্যন্ত করে ছেড়ে দেয়া হয়েছিল। কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীনস সি লেভেল।

এদিকে কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে পানি নিষ্কাশন বন্ধ করে দেয়ায় স্পীলের নিচে কর্ণফুলী নদীতে জেলেদের মাছ ধরার মহোৎসব দেখা গেছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৭ দশমিক ০৫ মীনস সি লেভেল (এমএসএল)। বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে লেকে পানির উচ্চতা কমে আসছে। বিপদ সীমার নিচে নেমে আসায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পীলওয়ে বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে জেনারেটর চালিয়ে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে।