ফটিকছড়িতে ২০০ বছরের পুরাতন কাঠের বাড়িসহ ১০ বসতঘর ভস্মীভূত

উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আরবান আলী সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।

Location :

Fatikchhari
ফটিকছড়িতে আগুন
ফটিকছড়িতে আগুন |নয়া দিগন্ত

মুহাম্মদ ফজল করিম, ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহাসিক কাঠের তৈরি বাড়িসহ পুড়ে গেছে ১০টি বসতঘর। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আরবান আলী সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হঠাৎ আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে মালামাল রক্ষা করতে পারেননি। ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় ২০০ বছরের পুরনো কাঠের তৈরি বিপ্লব, বিটু, কপিল, কাজল, বাদল, রাসেদ, জাহেদ, হাসান, মিটু, টিটু, সোহেল চৌধুরী ও মঞ্জুর আলমের দ্বিতল বসতঘরগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা রাশেদ মুহাম্মদ জানান, আগুনের তীব্রতায় ঘর থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়েছে। পরনের কাপড় ছাড়া তাদের কিছুই অবশিষ্ট নেই।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনের তীব্রতা ছিল অত্যধিক। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।’