নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী বিহারী কলোনী এলাকায় যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দু’ নারীকে আটক করেছে যৌথবাহিনী।
বুধবার (১৮ জুন) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর মেজর আফসান।
অভিযানে উদ্ধারকৃত জিনিসের মধ্যে রয়েছে-গাঁজার ৮৪টি পুরিয়া, বিপুল পরিমাণ গাঁজা, ছোট-বড় ১৭টি দেশীয় অস্ত্র, চারটি রামদা, সেনাবাহিনীর পোশাক তৈরির একটি থান কাপড়, একটি ছোট ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ সাত হাজার ১১৩ টাকা।
অভিযানে আটক করা হয়েছে মোছা: ফারজানা আক্তার (৩০) ও আয়শা বেগমকে (৫০)। তবে অভিযানের সময় মো: নাদিম নামে এক আসামি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
অভিযান শেষে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জহুরুল ইসলাম জানান, ‘আটককৃত দু’ নারীর বসতঘরে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ বিষয়ে আইনিব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’