রায়পুরায় পুলিশ সদস্যকে গুলি করে ও কুপিয়ে হত্যা

একটি কাঠবাগান থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
রায়পুরা থানা
রায়পুরা থানা |ফাইল ছবি

নরসিংদীর রায়পুরায় চাকরিচ্যুত এক পুলিশ সদস্যকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকায় একটি কাঠবাগান থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম জাহিদুল ইসলাম জুয়েল (৩৫)। তিনি উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীয়াকান্দি এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলামের ছেলে। জুয়েল বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন, তবে বর্তমানে চাকরিচ্যুত বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চান্দেরকান্দির দাইরেরপাড় ব্রিজ-সংলগ্ন কাঠবাগানে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা জুয়েলকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি একটি হত্যাকাণ্ড। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।’